"গরমিল"
এই তো সেদিন খবরে শুনি
বন থেকে হাতি এসেছে লোকালয়ে,
নষ্ট করেছে ক্ষেত ও খামার
মানুষ দলেছে পায়ে।
এখন তুমি বলোতো আমিন
বনের পরিসর,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম
কতখানি হল গড়;
গনণা গণে হিসাব কষে
মিলল না তো শেষে!
হাতি আসেনি বন ছেড়ে
মানুষ গিয়েছে ঘেঁষে ।।
🐘🐘🐘🐘🐘🐘