একটা সহজ সরল সম্পর্ক,
আভরণ যার গোধূলি আকাশ ,টিয়ার ঠোঁটে মেশে
গভীরতা যার মুক্ত বাতাস,বটের ছায়ে নামে
উষ্ণ আলোয় শীতল সুখ,অন্তপুরের নীরব দুখ
সবুজের ঘরবাড়ি,সারল্যে কড়াকড়ি।
বনফুলেই তাই সাজে বেণী।
কলা পাতার বাশিঁ,তেঁতুল ফুল রাশি
ছড়ানো সে বারান্দায়, এক সন্ধ্যায়
সত্য সে সন্ধ্যায় দীপালোকে,দেখেছিলেম আপনারে অজানায়।
প্রজাপতির গুটি ছিল জানালা পারে শিউলি ডগায়।
তারপর।
মথের পাখায় চড়ে ,
নাভি হতে কক্ষপথে ঘুরে ঘুরে ঘুরে•••
যখন আপনি বৃহৎ হলে,
একটা সহজ সরল সম্পর্ক
কপালের তিলে, গেলাসের নীলে গেল ডুবে
রঙিন মোড়কের ছাইয়ে
এক মৌন মদিরতায়।
শুকনো ফুল খসে পড়ে বেণী হতে
জমাট বাঁধা শীতে।
যখন আপনি বৃহৎ হলে,
অনন্ত প্রেম গেল চলে অন্তের পথে ।।
............................................................
সরলতা হারায় যখন বৃহতের তলে,ছোটো ছোটো অনন্ত ভাললাগা যায় রসাতলে।