সনাতনী আতর
         মদিরতা ঘিরে
                  মহুয়ায়।
আনমনে পথিক
         খোয়াপারে ফিরে
                  কুয়াশায় ।

বাজখাই কোটর
        উঁকি মারে টিয়া,
                  শিষ্ শুনে।

এক পা পালকের ভাঁজে।

চুপে চুপে অধীনতা
           ছায়া মেলে
                 বনফুলে।

ভোরের প্রহরী যায় ঘুমে, রাত জাগে।

কাজলের কালো টিপে
               ফুটফুটে মুখ
                     দাঁতে ছোঁয়া কনিষ্ঠা।

আর কটির ঘুঙুরের
           আধো আধো বোল-
                  'গল্পের পরী' খোঁজে,
          
খোঁজে, আদরের কোল।