অচিন আকাশ কানে কানে তোমার কথা বলে-
মধ্যরাতে, বেদুইন টান টেনে নিয়ে চলে
মিশর- 'মমী' র দেশে।
প্রতি পিরামিড ঘুরে ঘুরে খুঁজি তোমায়
কবিতার বারান্দায়
"সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়"
হারাই পথ আলোছায়ায়, ওদের মিটিমিটি চাওয়ায়
মিশতে পারিনা অনুভবে ঝরা ফসলের গানে
হাজার বছরের স্মৃতি, আর-
কিশোরের তানে; প্রতিরাতে,
ক্লান্ত- জোছনায়
ওরা তবু ফিরিয়ে দেয় না আমায়
মুড়িয়ে নেয়- মায়ায়।
তবু সে কোন না পাওয়া ব্যথা
গোপনে বাজে হৃদয় মাঝে
তুমি- প্রভাতের সাজে;
খুঁজে পাই ঠিক তোমায়
শঙ্খচিলের ডানায়
তোমার আমার এই বাংলায়,
বাংলার নদী, মাঠ, ক্ষেতের- ভালবাসায় ।