কিছু কিছু কথা বলা বেদনার চোখ দিয়ে জল পড়ে।
এক চেনা গাছে চেনা এক পাখি ঝিমিয়ে ঝিমিয়ে মরে।
মাঝে মাঝে মাঝে সোচ্চারে চেয়ে হাঁপিয়ে উঠত কেঁদে
ধরণীর যেথা যত দুখ যেন তাকেই নিয়েছে বেঁধে।
যে যার যত দুখের কাহিনি তার কাছে বলে যেত
তার চোখ ভরা জল দেখে শুনে একটু শান্তি পেত।
কে যেন কে সে একদিন এসে সন্দেহ করে গেল,
ভারি একখানা মজার ঘটনা পরদিন নিয়ে এলো।
তা শুনেও পাখি কেঁদে কেটে কত বিলাপ করল মুখে
হাসির বেলা' ও পাখির নৌকা দুখের তীরেই ঠেকে?
বুঝলি ভুলো,
সন্দেহ জাগে পাখির চোখে দমকল আঁটা নাকি?
"আজীবন তার চোখের অসুখ, কিছ্ছুটি না, ফাঁকি!!"
🤪🤪🤪