**(রোজ জানলার দুই পাখি আর আমি)**

আমি ভোরের পাখি হব
যত আঁধার মুছে দেব
তুমি খেলার সাথী করলে আমায়
সকাল ডেকে দেব।

আমরা নদীর পথে যাব
সাগর পাড়ি দেব
নিষেধ মানা থাকবে না আর
সুদূর উড়ে যাব।

আমি বৃষ্টিদেশে যাব
রামধনু রঙ নেব
সেই রঙে আঁকা পালক তোমায়
জন্মদিনে দেব।

"চোখ গেল" না শালিখ টিয়া
কী নেব নাম তা জানিনা
তোমার নামেই ডেকো না হয়
যাও না বলে কোন ঠিকানা।


রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝায়
নীড় আগলে রব দুজনায়
তুমি খেলার সাথী করলে আমায়
পাখিই হব আর কিছু নয়।