আম আঁটির ভেপু, কচু পাতার জল
পড়ার বই হাতে ফাঁকি মারার ছল্
তেলাকুচি হলুদ ঝোপে টুসটুসে লাল ফল।

কলা পাতার বাঁশি তেতুল রাশি রাশি
চড়তে ডিঙা লুকিয়ে মাকে পুকুরপাড়ে আসি
সুটকেসেতে খেলার পুতুল সঙ্গে পিসি মাসি।

কাজল কালো মেয়ে শ্যামা-র ডানায় বেয়ে
খঞ্জনা-কে ভাই করেছে বটের বিচি দিয়ে
ফিঙে চড়াই সঙ্গে থাকে বেনে বৌ আর টিয়ে।

নামতা পরিপাটি,রোদেলা দুপুর খাঁটি
দুই এক্কে দুই এর পরে লাটাই হাতে ছুটি
শিঙা বাজায় গাংচিলে যখন ঘুড়ি কাটি।

গরুর গাড়ির চাকা পথটি আঁকা বাঁকা
পথের পাশে খালের জলে জীবন লেখাজোকা
শাল মাছেতে খাচ্ছে খাবি 'চাড়' নেই হাত ফাঁকা।

দূর মাঠেতে ওই, দুপুর রোদকে ছুঁই
ঘাসের কোলে আকাশ মেলে মেঘকে পেতে শুই
চুলের ফিতে ফুলটি ভেবে ফড়িং নামে ভুঁই।

কপাল ছুঁয়ে হাত, কোলের 'পরে কাত
জ্বর মেপে নেয় চিবুক ছুঁয়ে, থার্মোমিটার সাথ
বলল মা "কি বলছিলি"? ফিঙে,রোদ্দুর,মাঠ।


ডানপিটে মন চোখ খুলে চায় আকাশে লাল চেলি
আমায় কি রোদ ছুঁয়ে ছিল যেতে যেতে গোধূলি ?