|| অন্বেষণ ||
পাড়ার মাঠে নারকেলের ডাঁটা হাতে
যেদিন প্রথম আঁক কেটেছিলে মাটিতে,
ছোট্ট হাতের তালু কম পড়ে গিয়েছিল
এক থেকে সাতের ঘর চাপা দিতে,
তোমার প্রথম হাতেখড়ি।
পুকুরের এপার থেকে ওপার
দম বন্ধ করে ,
প্রথম ডুবসাঁতার।
ছুটির দিনে কাগজের নৌকায় ঢেউ দিয়েছিলে
পিঁপড়েটা প্রাণে বেঁচেছিল,
বুঝেছিলে তো; ভাসতে হলে নৌকো গড়তে হয়,
প্রথম শিক্ষা।
তুমিও তো পুঁতেছিলে আমগাছটা
উঠোনের কোণে,
একটু অপেক্ষা,একটু জলই তো চেয়েছিল সে,
কয়েকটা বছর, তারপর নিজের নিয়মেই বেড়ে উঠত-
পারলে না দিতে?
চোখের সামনে ফলন্ত গাছ,
হাঁটু ছিঁড়ে রক্ত..
প্রথম পলায়ন,
কতদূর পালাতে পেরেছ পথিক?
এখন বুঝি লাখের হিসাব আঙুলের ফাঁককেও ফাঁকি দেয়,
লিপ্তপদী?
না কি শুধুই মাছের মতো চোখের পলক খুইয়ে ডুবসাঁতারেই কাটছে জীবন,প্রতিরাতে ।।