প্রতিদিনের মতো আজও হয়তো একসাথে ডায়রির পাতা ওলটাচ্ছি।
হয়তো এই শূন্যতাও লিখব একসাথে।
তুমি শিখিয়েছিলে, বেদনার আঁতুড়ঘরে
শব্দরা লুকিয়ে থাকে।
আমি কবি হতে চাইলাম,
তুমি ব্যথা দিলে
উজাড় হলো সর্বস্ব।
'রুমাল চুরি' র চোরটা সেদিনই পালিয়ে গেল আমায় সর্বসান্ত করে।
বলতে মৃত্যুকে অনুভব করলে জীবনকে ভালোবাসা যায় সর্বান্তকরণে।
আজ এত মৃত্যু দেখি,
ভালোবাসা তো দূর--
অন্ধের কৌটের মতো ফাঁপা অনুভূতিরা
এক দুআনা সঞ্চয়ের অপেক্ষায়।
কি দিয়ে লিখব বল আজ?
কলমের নিব খসে কালি ঝরে যায়
পাতার পর পাতা,
আমি কবি হব কেমন করে?
তুমি কি আজও পার লিখতে,শব্দের মায়াজাল বুনতে?
আষ্টেপৃষ্ঠে বাঁধতে সহস্র চেতনাকে।