নীলিমায় মিশে যাওয়া এক দুটি পদ্ম
মেঘ ভাসা সৈকত লিখছে কী পদ্য ?
আলপনা এঁকে যায় বাতাস সু-নিপুণা
ভাবে ভুলি নাম তার ঈশানী না দখিনা।
ঝির ঝির তির তির কাঁপে দিঘি ঢেউ তল
পদ্মের পাতা দোলে শিশিরের ফোঁটা জল।
রাঙা পায়ে বসে কেও এলোকেশী শ্যামা মেয়ে
টক টকে সিন্দূর হাতে শাখা পলা নোয়ে।
তার রূপ তার ছায়া তার কথা তার মায়া
আঁকে কোন শিল্পী দিঘি পটে তার কায়া?
কত রঙে রাঙা পাখি ভরা তার আঁচলে
কত সুর কত গানে পশ্চিমে রবি ঢলে।
কুন্তল সাজা তার রবি রাঙা কুন্দনে
নীলিমায় ভরে লাল অগ্নিভ বন্ধনে।
বাতাস ছড়ায় প্রভা হিম হিম স্পন্দনে
ভাবে ভুলি নাম তার উ'ত্তর না দখিনে।