খুব রাগ করেছে শয়তানে?
আমায় খেলতে নেবে না বলেছে...?
তাই বুঝি!
বয়েই গেছে,
বয়েই গেছে।
কাঁচকলা খাও-
বিচুটির রস
আর না জানি কত পথ্য।
কিছ্ছু খাব না
তেঁতুল খাব, কাঁচা আম
আর আমলকি- সত্য সত্য!
হুম্! বয়েই গেছে,
তুই শয়তান খেলতে নিবি না?
যম তো আছেই দাঁড়িয়ে
ভাগ্যে বলছি, ডাকবি না তো
দেখবি যাব হারিয়ে?