জঙ্গলের একপাশে ঝরা পাতা চাপা
মূর্তিটা কতদিন ছিল এমনি অবহেলায়।
আমারই তো, বলে বলে কতবার একই পথে এসেও
নাওনি কোলে তুলে।

একটা ঝোড়ো তুফান শেষে ব্যতিব্যস্ত সকাল।

যে মাটির মূর্তিটা প্রাণের অপেক্ষায় ছিল এতদিন,
গতরাতে ঝরা পাতা উড়ে গিয়ে তার
প্রতিকৃতি গেছে জলে ধুয়ে দৃশ্যান্তেই...

অজ্ঞাত মিশে গেছে অজ্ঞাতেই...