অন্য সময় হলে বলতাম, চল পালিয়ে যাই
মাঠটি ছেড়ে তেপান্তরে
দূর অজানার অচিন পারে
হাজার টিয়ার সবুজ দেশে।
টুকটুকে লাল ভালবাসা য়
তোর দুচোখের সকল আশা য়
বাঁধবি আমায় প্রহর শেষে।
অন্য সময় হলে বলতাম , কি রে যাবি সাগর পাড়ে?
তোর দেওয়া সব মুক্ত আমি
হোক না তা সে যতই দামি
ফিরিয়ে দেব তাকে, আর চাইব
উথাল ঢেউয়ের ফরাস রাশি
যেমন আলো, যেমন হাসি
সব যেন দেয় তোকে, গান গাইব।
অন্য সময় হলে বলতাম, তুই কি আমার ভেলায় চড়ে?
দুনিয়াদারি সিকেয় তুলে
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ ফেলে
কষ্ট ভুলে বাঁচবি?
তোর মনেতে স্বপ্ন সবুজ
আমি হব ভীষণ অবুঝ
এক পথে পা রাখবি ?
আজকে সময় খুব অস্থির
এসব তোকে বলব না আর
উদাস মনে শুনবি না আর
নতুন করে কষ্ট গুলো
জিয়নকাঠি বুকের ভিতর
রাত গভীরের স্বপ্নগুলো
গড়ছে সকাল 'কাব্যের ভোর'।
সেই ভোরেতে জন্ম সবার
ভোরাই পাখি, তুই ও আমার।
উড়বে পাখি খেয়াল খুশি
মিলবে আকাশ আপনি আসি।
তুই আমাকে চলতে হবে
জুটতে হবে আবার কাজে।