নিঃস্ব চাঁদ,
নিঃস্ব ঘাসের শেকড়
নিঃস্ব বাতাসের শিরা।
স্পটলাইট,বিবিধ আয়োজনে হুল্লোড় মাতামাতি ।
খোলা ছাদে টিমটিমে জ্যোৎস্নায় দাঁড়ালেই
তিথির ইচ্ছে করে,
কোনো বিপ্রতীপ স্রোতে ভেসে যেতে
সভ্যতাকে অনেক পিছনে ফেলে,
যেখানে মোড়কে মোড়কে রক্তবীজ
নয়নাভিরাম রূপে পরিবেশিত হবে না
ঝলসানো মাটিতে ।