প্রতি বছর রাবণের দহনে
ভাতৃত্ব পুড়ে মরে

লক্ষণের জন্য রাখা থাকে
সঞ্জীবনী সমাজের পরতে পরতে।

পথ শেষ হয়,
পাহাড়প্রমাণ যন্ত্রণা নিয়ে বুকে
সভ্যতার গারদ ভেঙে
অচেনা অন্ধকারে।

মোমবাতি জ্বলে-নেভে
নেভে আবার জ্বলে...

লোকে বলে,
কারো জন্য থেমে থাকে না কিছুই !