পানকৌড়ি ভাসছে জলেতে
এলেবেলে ঘুমের বেলাতে
মা বাবার ওই বড় কথা
কিছুই আমি বুঝব না,
মনটা আমার চাইছে খেলতে।

কষ্টে কত কাঁকড়া পায়ে বেঁধেছিলাম সুতো
হয়ত সে পালিয়ে গেছে ঠিক,
আমার যাওয়ার পথ চেয়ে কি বসে আছে ভুতো
সাইকেলটা একটু খবর দিক।


ঘর বাড়ি অমন কেন সাজ?
ধান পাকা মাঠ উধাও হাওয়ায় আজ,
পানকৌড়ি আর তো আসে না
সেই বিকেলে ফিরে যাব মা।

তোমার কথায় আজকে আমি মস্ত বড়লোক
শহর ভরা ব্যস্ত শহর জীবন বয়কট,
রঙে ধোওয়া বাড়ি ঘর, সাজানো বাহির
যেন,চিত্রকল্পে নেই প্রাণ একেবারে স্থির।

সাইকেলটার খোঁজ কি পেলে মা?
পানকৌড়ি আর তো আসে না
আমার বিলাস,আমার আকাশ,আমার খোলা মাঠ
সেই শূন্যতায় কত পূর্ণতা।

সাইকেলটা পাঠাবে কি মা?
সেই বিকেলে ফিরে যাব মা।