||১||


এই যে,
তোর কবিতায়
দুঃখ ,ব্যথা
কান্না হাজার
বল, সেকি তোর নিজের নয়?
নাই যদি হয় নিজের জীবন
কেমন করে অমন লেখা লিখতে পারিস বল?

দূর! কবি কি সেই
যে নিজের মনের দুঃখ শুধুই তোর কাছেতে বলে,
কবি যে, তোর মনের দুঃখ সকল নিজের করে তোলে,
তাই তো অমন লেখে।


                      ||২||

এই কবিতাটা বড্ড ফাঁকা,
ওই কবিতাটা শূন্য,
প্রেমে আঘাত না যদি পাও
বলো ,শব্দ কি আর  মেলে?

ও মা ! প্রেম সে তো মোটে একটি,
এই ধর, হাতে দশ আঙুলের মতো
আমাদের ঘিরে থাকে দশের সম্পর্ক
বাকি নয়কে হাওয়ায় ভাসিয়ে
শুধু প্রেম কে গুণলে চলবে কেন?
আমরা এক আকাশেই চাঁদ দেখি ,আবার তারাও গুণি ।