"পুতুল বিভেদ"
বৈষ্ণবীর হাতের পুতুলটা,
কি ভালো,কি সুন্দর রঙ
চোখ দুটো ঠিক যেন নদীর বুকে সূর্য আঁকা
গাল দুখানায় আপেল আপেল আভা,
মেহেদী মাখা হাত
মা ,অমনি আমার একটা পুতুল চাই।
তোমার ডুরে শাড়ির আঁচল জড়ানো ছেঁড়া পুতুল
ভাল্লাগেনা আর।
ওর পুতুল নাকি কথা বলে!
যা চাও তা ,মনের আশা সব নাকি পুরণ করে।
ওই পুতুল পেলে আমাদের ভাঙা টালি জোড়া লাগবে মা,
রোজ দুবেলা হাঁড়ি চড়বে উনুনে
তাতে ভাত ফুটবে।
সাষ্টাঙ্গে দন্ডি দিয়ে দেবী চরণে প্রণাম জানিয়ে,
মড়ক না লাগার আশীর্বাদ মেঙে
মেয়ের মাথায় পূজার ফুল ঠেকাতে ঠেকাতে মা হেসে বললেন,
দূর পাগলি! তেমন আবার হয় নাকি?