কতবার ফিরে আসি
কতদূর চলে গিয়ে
যাওয়া হয় না দূরে।
আঁচলের পটে যে ছায়া খুঁজে মরে
সে কি সত্যিই
দূরে যেতে পারে?
কতবার ফিরে আসি
পরিহাস করে জোনাকি
সূর্য হাসে,
বিকেলের পড়ন্ত রোদ্দুরে
'বিদায়' বলে যে
মুখ ফিরায়,
সেও তো জ্যোৎস্না হয়ে আসে।
বিষাদের রাত হানা দেয়
বাঁধ ভাঙে নোনা জল
হাত তবু পাই না এ হাতে
কতবার ভাবি দূরে চলে যাব
কতদূর পারি যেতে?