"বন্ধন"

হঠাৎ করেই বিষণ্ণতা,
একটা ঝোড়ো হাওয়ায়
তোমার আমার ব্যবধানে,
চোখ রাঙিয়ে যায় ।


"মুক্তি"

হয়তো সকাল আলোর বেশে
সেই ব্যবধান অন্যদেশে,
তুমি আমি ভুলব শেষে
সকল অভিমান ।।