।। ইচ্ছেরা ।।

যখনই অন্ধকারে
ছুঁড়ে দিলাম তারে,
তখনই চাঁদ হয়ে সে
এল আমার দ্বারে ।


‌।। প্রয়োজন ।।

ঘুমিয়ে থাকি অমানিশায়
জাগ্রত চলাচল ।
জীবন শুধু এক একটা দিন
প্রয়োজনের ফলাফল...