"সঞ্চয়"


যা হারিয়ে গেছে,তাই মনে মনে ভাবি
যা আমার আছে,তাই নিয়ে আর ভাবব কেন বলো
সেসব নিয়েই সারাটা দিন থাকি,
হারিয়ে যাওয়া গল্পেরা ভিড় করে,দিনের শেষে রাত্রি যখন এলো।