"উৎসব"

স্বপ্ন মরে রাতের ঘরে
চার দেওয়ালে রূপকথা
মাটি ঝরে দেহের 'পরে
কোথায় তুমি নীরবতা?


"শীত"

দরজা বন্ধ, দরজা বন্ধ
চুপ চুপ চুপ আওয়াজ না
ঘুম শুধু ঘুম রাত্রি-দুপুর
বৃষ্টি কে আর তোয়াজ না।