"Gratitude"


খবর ঠিকই, ভালো আছো তুমি
ভালো পথ খুঁজে নিতে হয়,
তোমাতে তুমিতে লড়াই বাধলে
শত হারও জিতে যেতে হয়।