(ভীত)
কলমকাটা চারাগুলো  দিচ্ছে লাফ
উচ্চতাকে চায় ছুঁতে।
বীজের প্রধান শিকড়- জটা নামছে ওই
পাতালপুরীর গহ্বরটাতে।।