এতো ভয় পেও না;
নিজেকেও দেখবে না ,উপলব্ধি করবে।
প্রতিচ্ছায়া ?নেই এখানে,
তোমায় বিভ্রান্ত করবে না।
                  
                      ইতি,
                             তমসা