সীমারেখা

অন্ধ হয়ে কলুর ঘানি
টানবি ওরে জীবন়ভর?
একটিবারও চোখটি তুলে
মুক্তি দাবি নেই কি তোর?