"দরজা"

দরজা যদি সুরক্ষা দেয়
দেখি না সস্তা কি দামি;
দরজা যদি বন্দি বানায়
পরোয়া করি না, ভাঙি।

||