ভ্রান্তি

প্রতিদিন আশাহত হয়ে থাকত পড়ে সে উঠোনের রোদ্দুরে,
একদিন কে সযত্নে তুলে নিয়ে গেল ঘরে।
সে কুঁকড়ে গেল,মূর্ছে গেল ধীরে,ভিতরে ভিতরে
একদিন বুঝল,রোদ্দুরের আভিজাত্যেই ধনী ছিল সে।