(শৃঙ্খল)

বন্দি যে প্রেম তনুর খাঁচায়
উড়তে গিয়েও উড়ছে না
শুক-শারী আলাপচরিত
বসন্ত রং মাখছে না।



(কার্যকারণ সম্বন্ধ)

কেন হৃদয় শ্মশানবাসী
অ্যালকোহলেও ভুলছে না?
উপহারের এতো ঠেলা
তবুও যে মন গলছে না।