মাশুল

দেখছি তবু মানছি না,
পরাশ্রয়ী ভাবছি না,
কান্ডে তারে দিলে ঠাঁই
আপন সত্তা আপনি হারাই।।