বাতাস
একটা কালসিটে রাত
ধীরে ধীরে চাঁদ ওঠে জানালার চৌকাঠ আলো করে।
এক দুটো তারা।
হয়তো বৃষ্টি হবে।
মেঘ ভাসছে।
বরষার ঘন কালো মেঘ নয়, শীতের আদুরে খোলা মেঘ।
চাঁদকে আড়াল করার ব্যর্থ চেষ্টায় মগ্ন ...
চাঁদের মনে অন্য কিছু
দুরন্ত আলো ছড়িয়ে মেঘের উপর বলয় বন্ধনী রচনা করেছে চারপাশে,
আমি বলি, "চাঁদের রামধনু।"
চাঁদ বলে, "আমার আলয়।"
দূর কোনো প্রান্তরে সানাই বাজছে।
শীত বাড়ছে।
আগুনকুন্ডে দুএক টুকরো কাঠ ফেলে দিই।
পট্ পট্ পট্...
আগুনের ফুলকি ...
হাত দিয়ে ধরতে গেলেই নিভে যাচ্ছে।
খেলা থামাই।
ওরা উড়ে যাক, বাতাসে, জোনাকির মতো।
দিয়ে যাক উষ্ণতা, মনোরম।
গাঁদা ফুলে শিশির পড়তে শুরু করেছে,
দূর্বা ঘাসেও‌।
সানাই এর সুর আবছা হয়ে আসছে।
"চাঁদ , ইছামতীও কি তোমার পানে চেয়ে জেগে আছে আজ সারারাত?"