কাগজের নিশ্চল ফুলে ধূলো জমেছে ।
বারান্দায় ঘুঘুদের বাস
ওরা আসে একবেলা, চাল ডাল খেয়ে যায়
বাকি এই ধূলো চারপাশ।
কাটাই, তাই কেটে যায় বছর -দিন -মাস।
কেউ যদি খবরের পিঠে, খবর নিতে চায়
বলে দিই, সামনের গলিপথ তার আশ্রয়,
এখানে মৃত্যু থাকে - তালপাতা মুড়ে
ভুলেও কোনোদিন যেন, না আসে এ ঘরে ।
গেছে দিন, আসে যায় ধীরে, ধীরে, ধীরে।
কেউ যদি রেখে যায় ঋণ, প্রত্যাশাহীন
আগুনের দরজায়।
সব ক্লান্তিকে ক্ষমা করে দিয়ে ,
ছাইয়ের স্তুপে স্তুপে নিহতের পুনর্জন্ম হয়।
চিলে কোঠা দিয়ে রোদ উঁকি মারে শান্তির দুনিয়ায়।