ভুল করে আমি ভুলটাকে ধরি
ভুল হয়ে যায় সব
ভুল নেই যাতে আগাগোড়া তবু
তাতে শুনি কলরব।
বাজারে বাজারে হাটে কি আঁধারে
যা কিছু বিকোয় দামে,
বিকোচ্ছে ভুল, দাম নিয়ে তার
দর কষি ভুল নামে।

---------------------------------------------
কিবা রোদ ছিল , কিবা ছিল ছায়া
কিবা ছিল পথ , কতটুকু যাওয়া ?
মিলালে সকল অচিন কুয়াশে
বঁধূ, নাহি রয় আপন পিয়া সে
কিবা তারপরে, কিবা আছে চাওয়া ?


------------------------------------------

একটা কবিতার খাতা দিনলিপি হতে পারত,
দরজার খিলে ঘা
ঠাসা শব্দের স্তুপাকার স্মৃতি
আনকোরা অভিধা
মেঘ তার 'পরে লাজুক বৃষ্টি
কত কি ধারা না জানি,
একা তার ঘরে ,একা অনুভব
একা প্রেম অভিমানী।
........