শব্দেরা মিথ্যে
নির্ভুল মিথ্যে।
আত্মারা ছুটি নিয়েছে।
কান্নারা লুটিয়ে পড়ছে পায়ে।
বোকার দলে হাসি নেই।
বোকার দল ঘুমায় না।
বোকার দল ভাবুক বেশী
অনেক বেশী প্রত্যাশা,
সব কিছু তার ঠিক ঠিক চাই
ঢিল খেয়ে ভাঙা বোলতার বাসাও।