যা কিছু যা মনের মতন
সেসব আমি করতে পারি ,
ইচ্ছে হলে খেলার মাঠে
দুপুর রোদে ছুটতে পারি ।
কোথাও কোনো পাখি, বাসা
বুনছে কেমন দেখতে পারি,
হলুদ ফুলের ফুলদানিটা
শূন্য করে রাখতে পারি।
পানকৌড়ির ফিরতি দলে
পালিয়ে যাব, যেতে পারি,
আকাশ জুড়ে মেঘ করলে
উদাস হয়ে কাঁদতে পারি ।
ভিজে কাকের মতন আমি
খুব অবেলায় ভিজতে পারি,
হোক অনিয়ম কিংবা নিয়ম
হিসেব ছাড়াই পালতে পারি।
যখন যেটা মনের মতন
তখন সেসব করতে পারি।
তবু ভয় করে মা, দূর যাব না
আর যদি না ফিরতে পারি?