রাত্রি! তুমি ক্লান্ত হলে?
মোমের আলো জ্বলেনি তো।
সকালের রবি এল?
তোমায় কি দিল উপহার?
যদি জানতে চাইতাম
তোমার নিলীমা কোথায়?
বলতে কি বালুতটে রেখে এসেছি?

প্রেম! তুমি অধীর হলে?
মোহ আজও কাটেনি তো।
প্রিয়তমা বুঝি এল?
তোমায় কি করল আহ্বান?
যদি জানতে চাইতাম
তোমার ঐশ্বর্য কোথায়?
বলতে কি চোরাস্রোতে ভাসিয়ে দিয়েছি?

অতীত! তুমি সজীব হলে?
স্মৃতিলিপি মোছেনি তো।
কোলাহল এসে ভেসে,
তোমায় কি জাগাল শেষে?
যদি জানতে চাইতাম
অভিমান কোথায়?
বলতে কি মেঘাকাশে তারা হয়ে আছি?

এই যে আড়ি ভাবের খেলা
কথা বলা বা না বলা
যদি কথা আসে,আলেয়ারা জাগে হাসে
লুকায় বাতাসে।
সে চির খেলায়, জীবনের শূন্য বেলায়
খুঁজে পাই তোমায় ,
বারংবার।
ভাবনারা আসে যেমন অগোছালো,
একঘেয়ে বরিষণে এক ফোঁটা আলো,
তেমনি তাকে পাওয়া
নীরবে হারিয়ে যাওয়া,
করি বা না করি গ্রহণ-
সর্বক্ষণ।।।।