গল্পকথার গল্প হাজার
ইচ্ছে বেকার পঞ্চাশ,
ভাগ নিলে শুধু, ভাগ দিলে না
তাই কেউ ফেল, কেউ বা পাশ।
নিদেন বছর আঠারো মাসে
অলস কান্তি সর্বগ্রাসী,
দুপক্ষ কাল সময় কাটে
আসব বলে আবার আসি।
ব্যস্ত সকাল সন্ধিফাঁকে
একটু আধটু দুচার কথা,
হালকা গরম চায়ের কাপে
উড়ছে ধোঁয়া জমছে ব্যথা।
কেউ জমে না
জমছে শুধু ভাগ না দেওয়া গল্প কথা।