পথের শেষ সীমায় জীবনের সবথেকে রক্তিম গোধূলির দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস,
লাল রিবনটা ছুঁয়ে দেখার অপেক্ষায় কয়েকটা মুহূর্ত,
কাজল চোখের পলকে রাখা কয়েকটা অপূর্ব স্বপ্ন,
কিছু হয়েছে পূরণ ,কিছু বা হয়নি,
তবুও অপরাজিত।
চাওয়া পাওয়ায় বাকি নেই কিছুই !
শুধু আলোকসন্ধানী চোখ দুটো সূর্যের দিকে তাকিয়ে ,
এত মানুষের ভিড় সব অচেনা হয়ে গেছে ছায়ার মতো ;
স্পষ্ট শুধু আমায় হাঁটতে শিখিয়েছিল যারা.........