ফ্যান্টাসি , কতক্ষণ স্থিত হয় মানিক বাবু ?
কাদা ঘাঁটা আবর্জনার স্তূপ পার করে এলেন
কোনো ক্ষেত্রে অসহনীয় দুর্গন্ধ
বস্তা পচা ইঁদুর, বিড়ালের লাশ
কখনও কুন্ডলীত ধোঁয়া
চারিপাশ অন্ধকার।
বিষাক্ত বাতাসে চোখ বুজে আসে।
সেই আধ বোজা চোখেও অনায়াসে দেখা যায় -
অনতিদূরের একটি শিখাহীন আগুন- উৎসের পৈশাচিক আস্ফালন ।
সেই ব্যর্থ দহনের ইন্দ্রজাল যদি বা ভেঙে দু পা এগোবেন
হঠাৎই সোনায় ধোওয়া সিংহ দুয়ার আপনাকে হাতছানি দিয়ে ডাকবে।
এই আকস্মিক পরিবর্তনের কিনারা করতে না পেরে খানিক কৌতূহলেই আপনি সিংহ দুয়ার পার করবেন।
যে নিষ্প্রভ আগুন এতক্ষণ জ্বলছিল আবর্জনার স্তূপে
অনুভব করবেন তা ধীরে ধীরে সমাহিত হয়েছে আপনার শিরায় উপশিরায়, প্রতিটি রক্ত বিন্দুতে।
আপনি ফিরে যেতে চাইবেন
পারবেন না
যে সিংহ দুয়ার পার করে এসেছিলেন তা বন্ধ হয়ে গেছে চিরদিনের মতো।
অনেকটা , যেন কাহিনীকার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন,
আর কলমটা নিজের খুশিতে আঁক কেটে চলেছে
তার অক্ষরগুলোর মতই আপনিও আকৃতিহীন, উদ্দেশ্য হীন, হিজিবিজি এক সত্তা।
আপনি জোর করে তাকে জাগাবার চেষ্টা করেন
বলেন -"কোথাও কিছু বদলায়নি
সেই আকাশ, সেই বাতাস, সেই জোছনা"
তিনি ঘুমের থেকে স্পষ্ট জানান
"বদলে গেছেন আপনি,
আপনার সক্ষমতা,
আপনার সজীব প্রাণ
আবর্জনার পসরা সাজিয়ে এখন বধ্যভূমি।
দহনের অবিশ্রান্ত জ্বালায়
পৈশাচিক উন্মত্ত তায় তার এক একটিকে শনাক্ত করতে করতে আপনি ধ্বসে চলেছেন পর্বতপ্রমাণ আস্তাকুঁড়ে। "
ফ্যান্টাসি, কতক্ষণ স্থিত হয় মানিকবাবু?
আকাশের গায়, বাতাসের নায়, জোছনার রঙ কতদূর ধায়?
ফ্যান্টাসি!