নির্জন রাস্তার মোড়
চিতা জ্বলছে
একটায় শেয়াল,
একটায় কুকুর,
একটায় হায়না,
শকুন আরও কত প্রাণীর
ওদের অন্ত্যেষ্টি ক্রিয়া সাঙ্গ হলে শান্ত হবে পৃথিবী।

রাস্তার মোড়ে আরও অসংখ্য চিতা জ্বলছে
তাদের  নাম নেই ,পরিচয় নেই,
ওদের আলাদা করে চিনবার প্রয়োজনও নেই,
ওরা নিঃসন্দেহে এক সত্তা।
ওদের জন্য দীপের আয়োজন
স্থির আগুনের শিখা, এক নিশীথ দীর্ঘশ্বাস।
তারপর....

তারপর?
"সব চরিত্র কাল্পনিক"....

মানিকবাবু, কল্পনাতে ভর করলেই বিপথে চলে যাই।
ট্রামের চাকা আজও চলমান,
উন্মুক্ত ম্যানহোল দিচ্ছে বয়ান
সাবধান! সাবধান!