মানিকবাবু,
চার পায়ে হাঁটি
বাঘ কিংবা বিড়াল কিংবা হরিণ কিংবা শূকর,
নামে বিভিন্নতা ...আবার এক ডাকে পশু-জানোয়ার ।
অদ্ভুত্!

এই দেখুন, হাত পেতেছি,
উল্টো করলাম, রাখলাম মাটিতে ।
জানোয়ার।
এমতে, মাথা তোলা যায় না ভালোভাবে।
পশুগুলো কিন্তু পারে ,সহজাত ।

তবু অকারণ চেষ্টায়,
হাত -পা -হাঁটু মোড়া মাটিতে, আসলে বালুতে,
-হরর্ মুভি দৃশ্য পাল্টায়
একের পর এক
যেন পাকিয়ে ওঠা গাছের শিকড়
দৃষ্টিহীন আঁধারে।


আর একরাশ ধূলোবালি ,ঝড়
পালক খসা কাক , ওড়বার শক্তিহীন !
'ধূমাবতী' স্মৃতি
অথবা কাল্পনিক অভিযান।

মানিকবাবু, চরিত্ররা অনতিদূরে , সাবধান!