সময়ের থেকে আগে ছুটে যাই নাই কখনও
বরং থেমেছি, হেঁটেছি শ্লথগতিতে, আদিমের বেড়ি বয়ে কাছাকাছি ,
খাঁ খাঁ রোদ্দুরে নিষিদ্ধ নদীচরে।
চোরাবালির ওপর অসাবধানে পা দিয়ে তলিয়ে গেছি গভীরে ।
নিস্তেজ প্রকোষ্ঠে কেটে গেছে দিনরাত।
এইসব কথা খেলো, কোনো মিল নেই জীবনের সাথে ।
সব চরিত্র কাল্পনিক ।
নদী, রোদ্দুর, আদিমতা, আমি !
তারপরেও আমি দ্বিধামুক্ত হয়ে আপনাকে খেলো কথা শোনাব।
সততার ডানা কেটে বাতাসে উড়িয়ে দিলে আপনাকে ফিরে যেতে হবে আবার
ঠিকানা নেই মানিকবাবু ,
আপনি পথ চেনাতে পারেন।