মা যখন বৃদ্ধাশ্রমে
নিজের হাতে পায়েস রেঁধে
মুখিয়ে থাকে পথের পানে
খোকার জন্মদিনে-
একটা তখন ব্যর্থ প্রাণ
টকটকে লাল চোখ
ডুকরে কাঁদে বিছানায়
দরদ ছোটে সফলতায়।
ব্যর্থ জীবন শূন্য খাতায়
গণিতে মিল গোঁজে,
এদিক ওদিক চতুর্দিকে
'কবিতা র মা' কে খোঁজে।