ঘড়ির কাঁটায় কখনও জীবন, নিতান্তই অবসরে
আবছায়া সোনালি জলে
ডুবে গিয়ে বাঁচে।
ঝিঁঝিঁ ডাক,
থমথমে
উপেক্ষার অবকাশ নেই।
যদিও সমুদ্রের নীল জল আর শ্যাওলা পুকুরের জলে পার্থক্য অনেক।
তবু বয়ে যাওয়া হাওয়া কখনও ঢেউ আনে
কখনও স্রেফ ছুঁয়ে যায় আল্পনায়।
যেমন চাঁদের চোখে জল ....নাকি ...কারও চোখের জলে চাঁদকে, হঠাৎ দেখতে পেলে কোনো অজানা তুফানে ছারখার হয়ে যায় চারপাশ - তেমনই
যেন ভিজে পাতার আদি অন্ত জুড়ে সম্পর্কের ইতিকথা ,
ভাঙা গড়ার গল্প।
স্মৃতিরা মরে গেলে বাঁচে।
স্মৃতিরা মরেনা, বরং দুটি চোখকে আরও বেশি সজীব প্রাণময়, আপন করে তোলে।
তখন অবাক হয়ে দেখি,
সেই অতল দৃষ্টি
দুঃখের অহংকারকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে !
কি অকপটে!
কি দৃঢ়তায়!