ইচ্ছে ছিল ফিরব আবার
ফেব্রুয়ারির পরে
পরীক্ষাটা দিয়ে,
ততদিন ধূলো জমাক কবিতার খাতা
টেবিলের এক কোণে।
ভয় লাগল আজ যদি আমায় ছেড়ে পালিয়ে যায় অভিমানী হয়ে,
কেমন করে বাঁধি তারে
প্রশ্ন হাজার ,চিন্তা নিয়ে।
তাই তো আজ ধূলো সরিয়ে
সময় চুরির খাতা খুলি
কে জানে, কোন অনুভব
সাদা পাতায় বোলায় তুলি।
আসর ছেড়ে খুব বেশীদিন হয়ে গেলে মন কেমন করে,কে জানে কেন! তাই যা হোক একটা দিলাম পোস্ট।