আর কিছু নেই শূন্য দুহাত
ফিরিয়ে দিয়েছি সবই
বরফ ঘরের একলা জীবন
শীতল শীতল ছবি...

একটু দাঁড়াও, তবুও
যদি আরও কিছুক্ষণ  .....