সাজাতে হবে পূজার নৈবেদ্য।
সাজি ভরে তুললাম জবা,অপরাজিতা,গন্ধরাজ,
দুর্বা, তুলসি নিলাম মুঠোভরে
একরাশ বিল্বপত্র,আমের পল্লব,
ধূপ আনালাম,প্রদীপ সাজালাম,
চিড়ে ,সন্দেশ, ফল দিলাম।
দিলাম চাঁদমালা,তিলকচন্দন,পুষ্পহার
আলপনা এঁকে দিলাম,
যজ্ঞের আগুন দিলাম,
সংকল্পের মন্ত্র দিলাম রেখে কাগজে মুড়ে,
এদিকে আয়োজনে শেষ হল বেলা।
সব সাজিয়ে গুছিয়ে যখন তোমায় বেদীতে বসাব
দেখি তোমার চোখে জল,
অবয়ব মিশে যাচ্ছে বাতাসে,শূন্যতায়
ক্ষণে ক্ষণে তুমি মিশে গেছ শূন্যতায়।
আয়োজনেই শেষ হয় যে বেলা,
পূজার অর্ঘ্য পড়ে যে রয় সাজানো,
গ্রহণের দেবতা হারালে পরে স্মরণ হয়
তারে রাখতে হবে,
তারে পূজিতে হবে
হৃদয়মন্দিরে,ভালবাসায়
প্রতিদিনের, প্রতিমুহূর্তের পথ চলায় ।।।