উৎকন্ঠায় দুচোখ ভরে
আজ কি তবে ফিরবি না রে?
টুনটুনি তুই কোথায় ওরে?
এমন অঝোর বৃষ্টিতে।

কাজ ভুলেছি তোর আশাতেই
ছোট্ট ডানায় মন ভাসাতে ই
তোর ধূসর রঙ মেশাতে ই
আমার চোখের সনে।

ফিঙে গুলো করছে খেলা
তেঁতুল ফুলের সাথে,
গিরগিটি ঐ আম বনে তে
মেঘের সাথে মাতে।

এসব এখন লাগছে না আর
একটুকু ও ভালো ,
তুই না এলে হৃদয়ে মোর
জমাট বাঁধে কালো।

তোর ডালি টা শূন্য বলে
পেয়ারা গাছ ও কাঁদছে।
কোথায় গেলি আটকা পড়ে,
সেই কথাটাই ভাবছে।

সন্ধ্যাপূজার জ্বলল প্রদীপ ,
শেষ বিকেল ও শেষ,
বৃষ্টি এল থেমে,
টুনটুনি তুই কোথায়?
এখনও যে আছি বসে
তোরই অপেক্ষায়।


((একটা টুনটুনি রোজ আসে আমাদের পেয়ারা গাছটায়।প্রতিদিন বিকেলে উঠোনে গিয়ে বসি ওর আসার অপেক্ষায়,ছোট্ট দুটো ডানায় কি অপূর্ব ভঙ্গি তে গিয়ে বসে একটা বড়ো পাতার নীচে , ঠিক যেমন সারাদিন খেলার পরে শিশু তার মায়ের কোলে গা এলিয়ে দেয় ,ঠিক সেরকম গা ফুলিয়ে মিটিমিটি চোখে চাইতে থাকে আশপাশ...একটা নির্মল খুশিতে ভরে ওঠে মনটা.....
আজ বিকেলে অঝোর বৃষ্টি ,কে জানে কোথায় আছে ওই ছোট্ট পাখি টা, সারাটা বিকেল ওর পথ চেয়ে বসে রইলাম, এল না।))