দু চার পথে ঘুরপাক খেয়ে আমি বারবার একই স্থানে আসি।
তুমিও বোঝো ,আমি পথ চিনি না।
ভালোমত হাসো, মনে মনে... হেসে গড়াগড়ি যাও।

তোমার হাসিটুকু কেড়ে নিতে
ইচ্ছে করে,
ইচ্ছে করে বুঝিয়ে দিই,
আমি বোকা নই
আমি একটুও তোমার পরোয়া করি না।

তুমি এবারেও হাসো...
তুমি বোঝো- আমি কেন পথ চিনি না!